
হে আমাদের স্বর্গস্থ পিতা,
তোমার নাম পূজিত হউক,
তোমার রাজ্য আসুক,
তোমার ইচ্ছা যেমন স্বর্গে,
তেমনি পৃথিবীতেও পূর্ণ হউক,
আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও,
আর আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা কর,
আর আমাদিগকে প্রলোভনে পড়তে দিও না,কিন্ত মন্দের হাত থেকে উদ্ধার করো।[রাজ্য,
পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।]
যীশু শেখান :
ঈশ্বর পবিত্র।
ঈশ্বরের সাম্রাজ্য আসতে চলেছে পৃথিবীতে।
ঈশ্বরের ইচ্ছা পুরণ হবে।
ঈশ্বর আমার রোজের প্রয়োজনীয়তা পুরণ করবেন।
ঈশ্বর আমাকে আমার পাপ হতে মুক্ত করবেন।
ঈশ্বর আমাকে অন্যদের ক্ষমা করতে সাহায্য করবেন।
ঈশ্বর আমাকে প্রলোভন কে ’না’ বলতে সাহায্য করবেন।
ঈশ্বর আমাকে খারাপের হাত থেকে রক্ষা করবেন।
তোমার নাম পূজিত হউক,
তোমার রাজ্য আসুক,
তোমার ইচ্ছা যেমন স্বর্গে,
তেমনি পৃথিবীতেও পূর্ণ হউক,
আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও,
আর আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা কর,
আর আমাদিগকে প্রলোভনে পড়তে দিও না,কিন্ত মন্দের হাত থেকে উদ্ধার করো।[রাজ্য,
পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।]
যীশু শেখান :
ঈশ্বর পবিত্র।
ঈশ্বরের সাম্রাজ্য আসতে চলেছে পৃথিবীতে।
ঈশ্বরের ইচ্ছা পুরণ হবে।
ঈশ্বর আমার রোজের প্রয়োজনীয়তা পুরণ করবেন।
ঈশ্বর আমাকে আমার পাপ হতে মুক্ত করবেন।
ঈশ্বর আমাকে অন্যদের ক্ষমা করতে সাহায্য করবেন।
ঈশ্বর আমাকে প্রলোভন কে ’না’ বলতে সাহায্য করবেন।
ঈশ্বর আমাকে খারাপের হাত থেকে রক্ষা করবেন।
স্মাইলি বলে:
আমি ঈশ্বরের নাম কে সন্মান জানাতে পারি।
আমি যীশুর ফিরে আসার দিনের অপেক্ষা করতে পারি।
আমি ঈশ্বরের কাছে, সঠিক বিচার করতে সাহায্য চাইতে পারি।
আমি ভরসা করতে পারি ঈশ্বর আমার প্রয়োজনীয়তা মেটাবেন (চাহিদা নয়)।
আমি বিশ্বাস করতে পারি যে ঈশ্বর আমাকে আমার দোষের জন্য ক্ষমা করবেন যখন আমি বলবো আমি দুঃখিত ।
আমি ঈশ্বরের কাছে অন্যদের ক্ষমা করার জন্য সাহায্য চাইতে পারি।
আমি ঈশ্বরের কাছে সংকটে না পরার জন্য সাহায্য চাইতে পারি।
আমি ঈশ্বরের কাছে সব সময়ের সুরক্ষা চাইতে পারি ।
আমি ঈশ্বরের নাম কে সন্মান জানাতে পারি।
আমি যীশুর ফিরে আসার দিনের অপেক্ষা করতে পারি।
আমি ঈশ্বরের কাছে, সঠিক বিচার করতে সাহায্য চাইতে পারি।
আমি ভরসা করতে পারি ঈশ্বর আমার প্রয়োজনীয়তা মেটাবেন (চাহিদা নয়)।
আমি বিশ্বাস করতে পারি যে ঈশ্বর আমাকে আমার দোষের জন্য ক্ষমা করবেন যখন আমি বলবো আমি দুঃখিত ।
আমি ঈশ্বরের কাছে অন্যদের ক্ষমা করার জন্য সাহায্য চাইতে পারি।
আমি ঈশ্বরের কাছে সংকটে না পরার জন্য সাহায্য চাইতে পারি।
আমি ঈশ্বরের কাছে সব সময়ের সুরক্ষা চাইতে পারি ।
গান: তুমি কি বিশ্বাস করো ?
তুমি কি বিশ্বাস করো … ঈশ্বরের কথার উপর?
তুমি কি বিশ্বাস করো … ওনার আদেশের উপর?
তুমি কি বিশ্বাস করো … কুমারী জন্মের উপর?
তুমি কি বিশ্বাস করো … প্রাণবন্ত শব্দের উপর?
(CHORUS)
ও যীশু, তুমি জানো, আমি বিশ্বাস করি
ও যীশু, তুমি জানো, আমি বিশ্বাস করি
ও যীশু, তুমি জানো, আমি বিশ্বাস করি
আমি বিশ্বাস করি, বিশ্বাস করি, আমি বিশ্বাস করি
তুমি কি বিশ্বাস করো ..... তিনি আমার জন্যে প্রাণত্যাগ করেছেন?
তুমি কি বিশ্বাস করো..... তিনি আবার ফিরে আসেন ?
তুমি কি বিশ্বাস করো..... তিনি তোমার সব পাপ ক্ষমা করবেন?
তুমি কি বিশ্বাস করো..... ওনার জয় হবে?
(CHORUS)
তুমি কি বিশ্বাস করো..... পবিত্র আত্মার ওপরে?
তুমি কি বিশ্বাস করো..... ওনার চমৎকারে?
তুমি কি বিশ্বাস করো..... ঊর্ধ্বের স্বর্গের ওপরে?
তুমি কি বিশ্বাস করো..... আমাদের রক্ষকের ভালবাসার ওপরে?
(CHORUS 3X)
তুমি কি বিশ্বাস করো … ঈশ্বরের কথার উপর?
তুমি কি বিশ্বাস করো … ওনার আদেশের উপর?
তুমি কি বিশ্বাস করো … কুমারী জন্মের উপর?
তুমি কি বিশ্বাস করো … প্রাণবন্ত শব্দের উপর?
(CHORUS)
ও যীশু, তুমি জানো, আমি বিশ্বাস করি
ও যীশু, তুমি জানো, আমি বিশ্বাস করি
ও যীশু, তুমি জানো, আমি বিশ্বাস করি
আমি বিশ্বাস করি, বিশ্বাস করি, আমি বিশ্বাস করি
তুমি কি বিশ্বাস করো ..... তিনি আমার জন্যে প্রাণত্যাগ করেছেন?
তুমি কি বিশ্বাস করো..... তিনি আবার ফিরে আসেন ?
তুমি কি বিশ্বাস করো..... তিনি তোমার সব পাপ ক্ষমা করবেন?
তুমি কি বিশ্বাস করো..... ওনার জয় হবে?
(CHORUS)
তুমি কি বিশ্বাস করো..... পবিত্র আত্মার ওপরে?
তুমি কি বিশ্বাস করো..... ওনার চমৎকারে?
তুমি কি বিশ্বাস করো..... ঊর্ধ্বের স্বর্গের ওপরে?
তুমি কি বিশ্বাস করো..... আমাদের রক্ষকের ভালবাসার ওপরে?
(CHORUS 3X)