
কোনো ব্যাপার নয়! ঈশ্বর নিঃশর্তভাবে আপনাকে ভালবাসে!

এই ৭ টি ভাল পছন্দ আমাদের ঈশ্বরের ভালবাসা বন্টন করতে সাহায্য করে।
প্রেম সর্বদাই:
1. ধৈর্য: ঈশ্বরও আপনার সঠিক পছন্দ করার জন্য অপেক্ষা করেন।
2. দয়ালুতা: আপনার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবাসুন।
3. সত্যতা: তাদের জন্য ঈশ্বরের প্রেম সম্পর্কে অন্যদের বলুন
4. দায়িত্ব: আপনার জীবনের কঠিন সময়ে ঈশ্বর আপনার সাথে আছেন।
5. বিশ্বাস: সকলের সাথে ঈশ্বরের ভালবাসা ভাগ করে নিন।
6. আশা: আপনার জীবনের জন্য ঈশ্বরের একটি বিশেষ পরিকল্পনা আছে।
7. সহ্য: ঈশ্বর সর্বদা আপনাকে ভালবাসবেন।
1. ধৈর্য: ঈশ্বরও আপনার সঠিক পছন্দ করার জন্য অপেক্ষা করেন।
2. দয়ালুতা: আপনার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবাসুন।
3. সত্যতা: তাদের জন্য ঈশ্বরের প্রেম সম্পর্কে অন্যদের বলুন
4. দায়িত্ব: আপনার জীবনের কঠিন সময়ে ঈশ্বর আপনার সাথে আছেন।
5. বিশ্বাস: সকলের সাথে ঈশ্বরের ভালবাসা ভাগ করে নিন।
6. আশা: আপনার জীবনের জন্য ঈশ্বরের একটি বিশেষ পরিকল্পনা আছে।
7. সহ্য: ঈশ্বর সর্বদা আপনাকে ভালবাসবেন।

এই ৭টি খারাপ পছন্দ আমাদের ঈশ্বরের ভালোবাসা বন্টন করা থেকে বঞ্চিত করে।
ভালোবাসাকে কখনোই বলা যায় নাঃ
1. হিংসা: অন্যদের কি আছে সেই নিয়ে হিংসা করবেন না
2. আস্ফালন: আপনি অন্যদের চেয়ে ভাল এটা বলবেন না
3. স্বার্থপরতা: শুধুমাত্র নিজের বেরোনোর পথ পেতে চেষ্টা করবেন না
4. অভদ্রতা: খারাপ কিছু বলবেন বা করবেন না
5. ক্রোধ: অন্যের প্রতি রাগ করবেন না
6. বিদ্বেষ: মন খারাপ করা বা মনে বিদ্বেষ রাখা উচিত না
7. অনিয়ম: নিয়ম ভঙ্গ করবেন না।
কিন্তু যদি আমার মধ্যে ভালবাসা না থাকে, তাহলে আমার কিছুই লাভ নেই৷ ভালবাসা ধৈর্য় ধরে, ভালবাসা দয়া করে, ভালবাসা ঈর্ষা করে না, অহঙ্কার বা গর্ব করে না৷
ভালবাসা কোন অভদ্র আচরণ করে না৷ ভালবাসা স্বার্থ-সিদ্ধির চেষ্টা করে না, কখনও রেগে ওঠে না, অপরের অন্যায় আচরণ মনে রাখে না৷
ভালবাসা কোন মন্দ বিষয় নিয়ে আনন্দ করে না, কিন্তু সত্যে আনন্দ করে৷
ভালবাসা সব কিছুই সহ্য করে, সব কিছু বিশ্বাস করে, সব কিছুতেই প্রত্যাশা রাখে, সবই ধৈর্য়ের সঙ্গে গ্রহণ করে৷
করিন্থীয় ১ 13:4-7
1. হিংসা: অন্যদের কি আছে সেই নিয়ে হিংসা করবেন না
2. আস্ফালন: আপনি অন্যদের চেয়ে ভাল এটা বলবেন না
3. স্বার্থপরতা: শুধুমাত্র নিজের বেরোনোর পথ পেতে চেষ্টা করবেন না
4. অভদ্রতা: খারাপ কিছু বলবেন বা করবেন না
5. ক্রোধ: অন্যের প্রতি রাগ করবেন না
6. বিদ্বেষ: মন খারাপ করা বা মনে বিদ্বেষ রাখা উচিত না
7. অনিয়ম: নিয়ম ভঙ্গ করবেন না।
কিন্তু যদি আমার মধ্যে ভালবাসা না থাকে, তাহলে আমার কিছুই লাভ নেই৷ ভালবাসা ধৈর্য় ধরে, ভালবাসা দয়া করে, ভালবাসা ঈর্ষা করে না, অহঙ্কার বা গর্ব করে না৷
ভালবাসা কোন অভদ্র আচরণ করে না৷ ভালবাসা স্বার্থ-সিদ্ধির চেষ্টা করে না, কখনও রেগে ওঠে না, অপরের অন্যায় আচরণ মনে রাখে না৷
ভালবাসা কোন মন্দ বিষয় নিয়ে আনন্দ করে না, কিন্তু সত্যে আনন্দ করে৷
ভালবাসা সব কিছুই সহ্য করে, সব কিছু বিশ্বাস করে, সব কিছুতেই প্রত্যাশা রাখে, সবই ধৈর্য়ের সঙ্গে গ্রহণ করে৷
করিন্থীয় ১ 13:4-7
|
|
হোক যা খুশী………….তোমাকে আমি নিঃশর্তে ভালোবাসি।
বেশী পুরানো কথা নয় এমনও একটি সময় ছিল যখন ভাবতাম আমি যে আমি নিঃসঙ্গ কেঁদেছি ভয়ে আর মাথানত লজ্জায় জানা ছিলনা কি হয় ভালোবাসা আর কি বা শান্তি তার থেকে পাওয়া চলছিলাম আমি আঁধারে কখনো মনে হয়নি এই যন্ত্রনা থেকে পাবো নিষ্পত্তি......... কিন্তু (Chorus 2x) হোক যা খুশী হোক যা খুশী হোক যা খুশী তোমাকে আমি নিঃশর্তে ভালোবাসি। ঈশ্বরকে করি প্রার্থনা আমাকে মুক্তি দাও প্রভু তবু যেন ভয় হয় সে জেন ভুলিয়ে দেয় না কভু কিন্তু তিনি হাত ধরেছেন আমাকে বলেছেন হোক যা খুশী, তোমাকে আমি নিঃশর্তে ভালোবাসি। এখন আমার বিশ্বাস জানি ভালোবাসা পাচ্ছি আমি আর এসময় আমার আবার উঠে দাঁড়াবার। (Chorus 4x) |
Song lyrics: নিঃশর্ত ভালোবাসা
হে দৈব পিতা শোন আমাদের প্রার্থনা শেখাও তোমাকে ভালোবাসা অপরের উপকারে আসা হয়েগেছে কত কিছু অসম্ভব লাগে ভুলে যাওয়া করতে না পারি কিছু অতীতেই আটকে থাকা (Chorus 2x) নিঃশর্ত, নিঃশর্ত, নিঃশর্ত, ভালোবাসা ভাই বোনেদের কেমনে আমরা ক্ষমা করি তাঁকে নিজের সব কষ্ট দিয়ে একটা সুযোগ চেয়ে নাও তিনি জানেন আমাদের দ্বন্দ্ব আমাদের পরোয়া আর চিন্তা তিনিই উত্তর সবের উদাহরণও তিনিই (Chorus 2x) নিজেকে তাঁর রাস্তায় চলতে দাও প্রতিবেশীদের ভালো বাসে পেয়েছি আমরা মুক্তি যীশুই উদ্ধার করেন শেষে নিজেকে তাঁর রাস্তায় চলতে দাও প্রতিবেশীদের ভালো বাসে পেয়েছি আমরা মুক্তি যীশুই উদ্ধার করেন শেষে (Chorus 2x) |