যীশু আপনাকে ভালবাসেন! তাঁকে আজ আপনার হৃদয়কে পূর্ণতা প্রদান করতে দিন!

অন্ধেরা দৃষ্টিশক্তি পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠরোগীরা আরোগ্য লাভ করছে, কালারা শুনতে পাচ্ছে, মরা মানুষ বেঁচে উঠছে, আর দরিদ্র লোকদের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে৷
মথি 11:5
মথি 11:5
অতীতে আপনার সাথে যা ঘটেছে সেটা কোনো ব্যাপার নয়,
আপনি যীশুর প্রেমের এক নতুন সৃষ্টি!
সুতরাং কেউ যদি খ্রীষ্টের সঙ্গে মিলিত হয়, তবে সে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে., তার জীবনের পুরানো বিষয়গুলি অতীত হয়ে যায়; দেখ, তার সবই এখন নতুন হয়ে উঠেছে৷
করিন্থীয় ২ 5:17
আর দেরী নয়, সময় এবার ঘরে ফেরার
তোমার চলে যাওয়ার সময়ের অন্তরাল বিশাল হ্যাঁ, সত্যিই বিশাল তুমি পাওনি কিছুই দুঃখ ছাড়া ভেবেছিলে তুমি পারবে করতে কোনো সাহায্য ছাড়া এখন জেনেছ তুমি সময় এবার ঘরে ফেরার তোমাকে সদাই ও স্বাগত জানায় কিন্তু ভয় ছিল তোমার জীত আছে যে দরজার পিছনে সেই দরজা খোলার। এখন সময় মন খুলে গাইবার মন খুলে গাইবার আর ধন্যবাদ করার আর আরাধনা করার আমাদের পালন কর্তার জন্যে যীশু স্বাগত জানায় আমাদের সকলকে ঘরে ফেরার জন্যে। (Chorus) আর দেরী নয়......... আর দেরী নয় না, না, আর দেরী নয় সময় এবার ঘরে ফেরার...... সময় এবার ঘরে ফেরার আর দেরী নয়, সময় এবার ঘরে ফেরার আমি ভাবতে পারছি না যে আমি এত খুশী জীবনে আবার করে শান্তি, ভালোবাসা পেয়ে যীশু আমার রক্ষক আর আমার বন্ধু ধন্যবাদ প্রভু আমার প্রার্থনা শুনেছ তুমি এক অবুঝ শিশুকে সামলে আমাকে ঘরে ডেকেছ তুমি। (Chorus) মানছি আমি যে আমার ভয় হয়েছিল নিজের মন খুলে তাতে, তাঁকে আসতে দিতে। তবে এখন জেনেছি আমি আমার রক্ষকই জগৎপিতা কেননা ঈশ্বর বাহিরে আসেন আর আমাদের নামধরে ডাকেন কেননা যীশু স্বাগত জানায় আমাদের সবাইকে ঘরে ফেরাতে। (Chorus 2x) |
চলে যাওয়া সময় ফেরাতে পারবোনা আমি
(Chorus) চলে যাওয়া সময় ফেরাতে পারবোনা আমি যা হয়েছে তা হয়েছে চলে যাওয়া সময় ফেরাতে পারবোনা আমি সেইসব শেষ হয়ে গেছে চলে যাওয়া সময় ফেরাতে পারবোনা আমি তবে আমি আজ তৈরী এক নতুন শুরুর জন্যে। কিছু ভুল করেছি আমি বন্ধুদের কষ্টও দিয়েছি আমি আমাকে ক্ষমা করো প্রভু সেইসবের জন্য যা করেছি আমি আর আমি অনুতপ্ত সেগুলো ঠিক করতে পারবোনা বলে কিন্তু বিশ্বাস আছে তোমাতে আমাকে বুঝে টেনে নেবে কোলে। (Chorus) যীশু আমাকে জীবন দিলেন আর সম্পূর্ণ করলেন নিজের মাঝে আমাকে নিয়ে আত্মার উদ্ধার করলেন আর এখন আমি ভালো আছি তাঁকে নিজের মধ্যে পেয়ে এক নতুন জীবন পেলেম এক নতুন শুরুর জন্যে। (Chorus) এক নতুন শুরু করেছি আমি (3x) চলে যাওয়া সময় ফেরাতে পারবোনা আমি (3x) তাঁর সাথে ভাল আছি আমি এক নতুন শুরু করছি আমি। |