ধাঁধার প্রতিটি টুকরা গুরুত্বপূর্ণ!
যদি একটি টুকরো হারিয়ে যায়, তাহলে আপনি ধাধাটি সম্পূর্ণ করতে পারবেন না।

ঈশ্বর আপনাকে একটি ধাঁধার টুকরোর মত বানিয়েছেন।
আপনি ঈশ্বরের ভালবাসার একটি বিশেষ টুকরা ।
যীশু আমাদের শিক্ষা দেন, সেই ভালোবাসা আমাদের পরিচিত সকলের সাথে বন্টন করার!
কখনও কখনও মানুষ ভালো কাজ না করার নির্বাচন করে। যখন এটা ঘটে, তাদের ধাঁধার টুকরোটি হারিয়ে যায়।
আপনি ঈশ্বরের ভালবাসার একটি বিশেষ টুকরা ।
যীশু আমাদের শিক্ষা দেন, সেই ভালোবাসা আমাদের পরিচিত সকলের সাথে বন্টন করার!
কখনও কখনও মানুষ ভালো কাজ না করার নির্বাচন করে। যখন এটা ঘটে, তাদের ধাঁধার টুকরোটি হারিয়ে যায়।
ভালো কাজ করার দ্বারা, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ধাঁধার টুকরোটি সর্বদা যীশুর সাথে আছে!
আপনার ঈশ্বরের প্রেমের অংশটি আজই বন্টন করুন !
কারণ ঈশ্বরই আমাদের নির্মাণ করেছেন৷ খ্রীষ্ট যীশুতে ঈশ্বর আমাদের নতুন সৃষ্টি করেছেন য়েন আমরা সর্বপ্রকার সত্ কাজ করি৷ এইসব সত্ কর্ম ঈশ্বর পূর্বেই আমাদের জন্য তৈরী করে রেখেছিলেন যাতে আমরা সেই সত্ কাজ করে জীবন কাটাতে পারি৷
এফেসীয় 2:10

SONG LYRICS: আমার করার আছে একটা কাজ
(CHORUS)
আমার করার আছে একটা কাজ
আমার করার আছে একটা কাজ
যীশু খ্রীষ্টের আমাকে সঁপা
করার আছে সেই একটা কাজ।
নিজের প্রার্থনাদের সাথে
রোজ দিন শুরু করি
সাহায্যের হাত বাড়াই আর দেখাই
আমি পরোয়া করি
আমি দিয়ে দেবো
যাদের দরকার জেনে
হোক সে রুগী, গরীব বা একলা
সকলকে সমান মেনে
(CHORUS)
আমি উদাহরণ হয়ে বাঁচতে চাই
আর জপি তাঁর নাম
আর উৎসর্গ করি দিনটা আমার
সেই সব দুর্ভাগাদের জন্যে
আমি বাড়িয়ে দিই হাত
আর ইশ্বার কে বলি
মুক্ত করো আমাদের এই যন্ত্রনা থেকে
(CHORUS)
সাহায্য করা গৃহ হীনদের
পথ ভলা কে
আমি নিজের সন্তানদের শেখাই
কীভাবে কারোকে মুস্কিল হতে করবে বাড়
আমাদের ভাইদের আর বোনদের
কীভাবে করবে পরোয়া
আমাদের মধ্যে সবাই মানবে
করার আছে একটা কাজ …
(CHORUS 2X)
(CHORUS)
আমার করার আছে একটা কাজ
আমার করার আছে একটা কাজ
যীশু খ্রীষ্টের আমাকে সঁপা
করার আছে সেই একটা কাজ।
নিজের প্রার্থনাদের সাথে
রোজ দিন শুরু করি
সাহায্যের হাত বাড়াই আর দেখাই
আমি পরোয়া করি
আমি দিয়ে দেবো
যাদের দরকার জেনে
হোক সে রুগী, গরীব বা একলা
সকলকে সমান মেনে
(CHORUS)
আমি উদাহরণ হয়ে বাঁচতে চাই
আর জপি তাঁর নাম
আর উৎসর্গ করি দিনটা আমার
সেই সব দুর্ভাগাদের জন্যে
আমি বাড়িয়ে দিই হাত
আর ইশ্বার কে বলি
মুক্ত করো আমাদের এই যন্ত্রনা থেকে
(CHORUS)
সাহায্য করা গৃহ হীনদের
পথ ভলা কে
আমি নিজের সন্তানদের শেখাই
কীভাবে কারোকে মুস্কিল হতে করবে বাড়
আমাদের ভাইদের আর বোনদের
কীভাবে করবে পরোয়া
আমাদের মধ্যে সবাই মানবে
করার আছে একটা কাজ …
(CHORUS 2X)