সত্যের ফেট্টি বাঁধো !
যীশু চান যে আপনি জানুন তিনি আপনাকে কতটা ভালোবাসেন !
যীশু চান যে আপনি জানুন তিনি আপনাকে কতটা ভালোবাসেন !
ধর্মের বর্ম ধারন করো!
যীশু আপনাকে বিশ্বাসী থাকতে আর সর্বদা শুভ কাজ করতে বলেন।
যীশু আপনাকে বিশ্বাসী থাকতে আর সর্বদা শুভ কাজ করতে বলেন।
শান্তির পাদুকা পরে নাও!
যখন আপনি অন্যকে শান্তির পথ দেখান, আপনি তাদের অন্তরের ঈশ্বরের প্রেম ধারণ করা শেখান!
যখন আপনি অন্যকে শান্তির পথ দেখান, আপনি তাদের অন্তরের ঈশ্বরের প্রেম ধারণ করা শেখান!
আস্থার ঢাল ধারন করো!
যীশুর উপর আস্থা, শয়তানকে আপনার থেকে দূরে রাখে!
যীশুর উপর আস্থা, শয়তানকে আপনার থেকে দূরে রাখে!
মোক্ষের মুকুট ধারন কারুন!
যীশু ক্রসবিদ্ধ হয়ে দেহত্যাগ করলেন কিন্তু মৃত্যু থেকে আবার ফিরে এলেন আপনার রক্ষার্থে! যীশু আপনাকে আপনার সমস্যাগুলো থেকে মুক্ত করতে সর্বদা উপস্থিত থাকেন!
যীশু ক্রসবিদ্ধ হয়ে দেহত্যাগ করলেন কিন্তু মৃত্যু থেকে আবার ফিরে এলেন আপনার রক্ষার্থে! যীশু আপনাকে আপনার সমস্যাগুলো থেকে মুক্ত করতে সর্বদা উপস্থিত থাকেন!
পবিত্র আত্মার তরওয়াল তুলে ধরুন!
যখনই আপনি প্রার্থনা করেন, ঈশ্বরের প্রেম আপনার মধ্যে ভরে আসে!
যখনই আপনি প্রার্থনা করেন, ঈশ্বরের প্রেম আপনার মধ্যে ভরে আসে!
তোমরা ঈশ্বরের দেওয়া সমগ্র যুদ্ধসাজ পরে নাও, য়েন দিয়াবলের সমস্ত কৌশলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পার৷
এফেসীয় ৬:১১
এফেসীয় ৬:১১
SONG LYRICS: সোজা .... বিনা কোন উদবিঘ্নতা
করো সাহায্য প্রভু
যখনই আমার দরকার
কর্ম যোজনার
সারাদিন আমি ছিলাম
চঞ্চল চিন্তায় ঘিরে
যা এই উদবিঘ্নতা থেকে আসে
আমার প্রশ্ন তোমাকে প্রভু
পথ দেখাও কেমনে
তোমার বাইবেল বুঝি
আর করো সাহায্য
তোমার শব্দ পড়ার
জানি তা করতে পারবো আমি
(CHORUS)
সোজা যেতে যেতে
না ডানে না বামে
আমি চলেছি মোক্ষের পথে
করো সাহায্য প্রভু
তোমার পথে চলতে
সোজা, উদবিঘ্নতা বিনা
আমাকে শেখাও প্রভু
তোমার পথে চলা
আর অপরের কাছে আলোক হয়ে ওঠা
আমি তৈরি
পাপ মুক্ত হতে
আর তোমার পাসে বসতে
(CHORUS)
সোজা যেতে যেতে
না ডানে না বামে
আমি চলেছি মোক্ষের পথে
করো সাহায্য প্রভু
তোমার পথে চলতে
সোজা, উদবিঘ্নতা বিনা
আমি তৈরি আজ
করতে প্রার্থনা
যাতে সমস্যা থাকে দূরে
ধন্যবাদ প্রভু
তুমি আমায় সাহায্য করেছ প্রতি পদে
চলেছি যখন সোজা পথের সরু রাস্তা ধরে
(CHORUS 2X)
করো সাহায্য প্রভু
যখনই আমার দরকার
কর্ম যোজনার
সারাদিন আমি ছিলাম
চঞ্চল চিন্তায় ঘিরে
যা এই উদবিঘ্নতা থেকে আসে
আমার প্রশ্ন তোমাকে প্রভু
পথ দেখাও কেমনে
তোমার বাইবেল বুঝি
আর করো সাহায্য
তোমার শব্দ পড়ার
জানি তা করতে পারবো আমি
(CHORUS)
সোজা যেতে যেতে
না ডানে না বামে
আমি চলেছি মোক্ষের পথে
করো সাহায্য প্রভু
তোমার পথে চলতে
সোজা, উদবিঘ্নতা বিনা
আমাকে শেখাও প্রভু
তোমার পথে চলা
আর অপরের কাছে আলোক হয়ে ওঠা
আমি তৈরি
পাপ মুক্ত হতে
আর তোমার পাসে বসতে
(CHORUS)
সোজা যেতে যেতে
না ডানে না বামে
আমি চলেছি মোক্ষের পথে
করো সাহায্য প্রভু
তোমার পথে চলতে
সোজা, উদবিঘ্নতা বিনা
আমি তৈরি আজ
করতে প্রার্থনা
যাতে সমস্যা থাকে দূরে
ধন্যবাদ প্রভু
তুমি আমায় সাহায্য করেছ প্রতি পদে
চলেছি যখন সোজা পথের সরু রাস্তা ধরে
(CHORUS 2X)