আস্থার নারী
মহিলারা যোগ দিন আমাদের সাথে একবার ছোট্ট করে ফিরে দেখার জন্য
ক্ষত সেরে ওঠা
যীশুকে নিজেকে ভালবাসতে দেওয়া
কৃতজ্ঞতা স্বীকারের মনোবৃত্তি
ঈশ্বরের পরিকল্পনায় ভরসা
যীশুর সাথে সময় কাটানো
ঈশ্বরের প্রেমের বণ্টন
আমি একজন আস্থার নারী
মহিলারা যোগ দিন আমাদের সাথে একবার ছোট্ট করে ফিরে দেখার জন্য
ক্ষত সেরে ওঠা
যীশুকে নিজেকে ভালবাসতে দেওয়া
কৃতজ্ঞতা স্বীকারের মনোবৃত্তি
ঈশ্বরের পরিকল্পনায় ভরসা
যীশুর সাথে সময় কাটানো
ঈশ্বরের প্রেমের বণ্টন
আমি একজন আস্থার নারী
Bengali Bangladeshi
Bengali Indian

ক্ষত সেরে ওঠা
বার্তা
আমরা সকলেই জীবনে কখনো না কখনো বেদনা অনুভব করেছি । আপনি যাকে ভেবেছিলেন আপনার রক্ষা করবে আর আপনাকে ভালবাসবে, সেই আপনাকে নিচু করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনাকে মিথ্যা বলেছে, বা ছেড়ে গেছে। হয়তো আপনি নিজেই নিজেকে বেদনা দিয়েছেন ভুল বিচার করে আর নিজেকে নিজের প্রাপ্য সন্মান না দিয়ে ।
আপনি যাই করে থাকুন বা আপনার সাথে যাই হয়ে থাকুক, যীশু আপনাকে ক্ষমা করে দেন; আপনাকে ভালবেসে, আর চান আপনিও তাঁর সাথ দিন। আপনার মনে হতে পারে আপনি তাকে যে আপনাকে ব্যথা দিয়েছে, এমনকি নিজেকেও কখনোই ক্ষমা করতে পারবেন না। যীশু শেখান ক্ষমাই মুক্তির মার্গ।
বাইবেল
কিন্তু আদমের অপরাধ য়েরকম ঈশ্বরের অনুগ্রহ দান সেই রকমের নয়, কারণ ঐ একটি লোকের পাপের দরুন অনেকের মৃত্যু হল, সেইরকমভাবেই একজন ব্যক্তি যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে বহুলোক ঈশ্বরের অনুগ্রহদানে জীবন লাভ করল৷
রোমীয় 5:15
আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল অধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবেন৷
যোহনের ১ম পত 1:9
প্রার্থনা
যীশু, আমাকে সাহজ্য করো সেই সকল কে ক্ষমা করতে যারা আমাকে ব্যথা দিয়েছে আর সাহায্য করো যাতে আমি নিজেকে আমার করা সকল ভুল চয়নের জন্য ক্ষমা করতে পারি। আমার দুঃখ আর বেদনার অন্ত করো। আমাকে ভালবাসার ও আপন করে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাকে তোমার ভালোবাসায় পূর্ণ করো , আমীন।
প্রয়োগ
জোরে জোরে বলুন :
আমাকে আমার সকল পাপের জন্য ক্ষমা করা হয়েছে
আমি অপরকে ক্ষমা করতে সক্ষম
আমার ব্যথা বেদনা চলে গেছে
স্বর্গে আমার ঘর রয়েছে
আমি সর্বদা ঈশ্বরে আস্থা রাখবো
আমি জানি যীশু আমাকে পথ দেখাবেন
আমি ঈশ্বরের স্নেহাধন্য কন্যা
বার্তা
আমরা সকলেই জীবনে কখনো না কখনো বেদনা অনুভব করেছি । আপনি যাকে ভেবেছিলেন আপনার রক্ষা করবে আর আপনাকে ভালবাসবে, সেই আপনাকে নিচু করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনাকে মিথ্যা বলেছে, বা ছেড়ে গেছে। হয়তো আপনি নিজেই নিজেকে বেদনা দিয়েছেন ভুল বিচার করে আর নিজেকে নিজের প্রাপ্য সন্মান না দিয়ে ।
আপনি যাই করে থাকুন বা আপনার সাথে যাই হয়ে থাকুক, যীশু আপনাকে ক্ষমা করে দেন; আপনাকে ভালবেসে, আর চান আপনিও তাঁর সাথ দিন। আপনার মনে হতে পারে আপনি তাকে যে আপনাকে ব্যথা দিয়েছে, এমনকি নিজেকেও কখনোই ক্ষমা করতে পারবেন না। যীশু শেখান ক্ষমাই মুক্তির মার্গ।
বাইবেল
কিন্তু আদমের অপরাধ য়েরকম ঈশ্বরের অনুগ্রহ দান সেই রকমের নয়, কারণ ঐ একটি লোকের পাপের দরুন অনেকের মৃত্যু হল, সেইরকমভাবেই একজন ব্যক্তি যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে বহুলোক ঈশ্বরের অনুগ্রহদানে জীবন লাভ করল৷
রোমীয় 5:15
আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল অধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবেন৷
যোহনের ১ম পত 1:9
প্রার্থনা
যীশু, আমাকে সাহজ্য করো সেই সকল কে ক্ষমা করতে যারা আমাকে ব্যথা দিয়েছে আর সাহায্য করো যাতে আমি নিজেকে আমার করা সকল ভুল চয়নের জন্য ক্ষমা করতে পারি। আমার দুঃখ আর বেদনার অন্ত করো। আমাকে ভালবাসার ও আপন করে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাকে তোমার ভালোবাসায় পূর্ণ করো , আমীন।
প্রয়োগ
জোরে জোরে বলুন :
আমাকে আমার সকল পাপের জন্য ক্ষমা করা হয়েছে
আমি অপরকে ক্ষমা করতে সক্ষম
আমার ব্যথা বেদনা চলে গেছে
স্বর্গে আমার ঘর রয়েছে
আমি সর্বদা ঈশ্বরে আস্থা রাখবো
আমি জানি যীশু আমাকে পথ দেখাবেন
আমি ঈশ্বরের স্নেহাধন্য কন্যা

যীশুকে নিজেকে ভালোবাসতে দেওয়া!
বার্তা
যীশু আপনাকে আপনার ধারণার চেয়ে বেশী ভালোবাসেন। যীশু নিঃশর্ত ভাবে আপনাকে ভালোবাসেন। নিজেকে ঈশ্বরের প্রেমে পূর্ণ হতে দিন। জীবনে যীশুর প্রেমকে বোঝা আপনার অধিকার।
বাইবেল
কিন্তু যদি আমার মধ্যে ভালবাসা না থাকে, তাহলে আমার কিছুই লাভ নেই৷ ভালবাসা ধৈর্য় ধরে, ভালবাসা দয়া করে, ভালবাসা ঈর্ষা করে না, অহঙ্কার বা গর্ব করে না৷
5 ভালবাসা কোন অভদ্র আচরণ করে না৷ ভালবাসা স্বার্থ-সিদ্ধির চেষ্টা করে না, কখনও রেগে ওঠে না, অপরের অন্যায় আচরণ মনে রাখে না৷
6 ভালবাসা কোন মন্দ বিষয় নিয়ে আনন্দ করে না, কিন্তু সত্যে আনন্দ করে৷
7 ভালবাসা সব কিছুই সহ্য করে, সব কিছু বিশ্বাস করে, সব কিছুতেই প্রত্যাশা রাখে, সবই ধৈর্য়ের সঙ্গে গ্রহণ করে৷
করিন্থীয় ১ 13:4-7
প্রার্থনা
যীশু, আমাকে নিজের অন্তরে আপনাকে আসতে দেওয়ার অর্থ বুঝতে দিন। আমাকে সাহায্য করুন জানতে যে আমি আপনার ভালবাসা পাওয়ার যোগ্য। সর্বদা আমি যেন ঈশ্বর প্রেমের এক উদাহরণ হয়ে থাকতে পারি।
প্রয়োগ
নিজের চোখ বন্ধ করে যীশুকে আলিঙ্গন করতে দিন। শুনুন ওনার বার্তা যে উনি আপনাকে ভালোবাসেন। চেহারায় হাঁসি দেখতে পান কারণ তিনি আপনার সাথে আছেন। তাঁর আসায় আপনার আত্মায় শান্তি আর আরোগ্য পাওয়ার উত্তেজনা অনুভব করুন। তাঁর উপস্থিতির শান্তি কে নিজের ওপর আসতে দিন।
বার্তা
যীশু আপনাকে আপনার ধারণার চেয়ে বেশী ভালোবাসেন। যীশু নিঃশর্ত ভাবে আপনাকে ভালোবাসেন। নিজেকে ঈশ্বরের প্রেমে পূর্ণ হতে দিন। জীবনে যীশুর প্রেমকে বোঝা আপনার অধিকার।
বাইবেল
কিন্তু যদি আমার মধ্যে ভালবাসা না থাকে, তাহলে আমার কিছুই লাভ নেই৷ ভালবাসা ধৈর্য় ধরে, ভালবাসা দয়া করে, ভালবাসা ঈর্ষা করে না, অহঙ্কার বা গর্ব করে না৷
5 ভালবাসা কোন অভদ্র আচরণ করে না৷ ভালবাসা স্বার্থ-সিদ্ধির চেষ্টা করে না, কখনও রেগে ওঠে না, অপরের অন্যায় আচরণ মনে রাখে না৷
6 ভালবাসা কোন মন্দ বিষয় নিয়ে আনন্দ করে না, কিন্তু সত্যে আনন্দ করে৷
7 ভালবাসা সব কিছুই সহ্য করে, সব কিছু বিশ্বাস করে, সব কিছুতেই প্রত্যাশা রাখে, সবই ধৈর্য়ের সঙ্গে গ্রহণ করে৷
করিন্থীয় ১ 13:4-7
প্রার্থনা
যীশু, আমাকে নিজের অন্তরে আপনাকে আসতে দেওয়ার অর্থ বুঝতে দিন। আমাকে সাহায্য করুন জানতে যে আমি আপনার ভালবাসা পাওয়ার যোগ্য। সর্বদা আমি যেন ঈশ্বর প্রেমের এক উদাহরণ হয়ে থাকতে পারি।
প্রয়োগ
নিজের চোখ বন্ধ করে যীশুকে আলিঙ্গন করতে দিন। শুনুন ওনার বার্তা যে উনি আপনাকে ভালোবাসেন। চেহারায় হাঁসি দেখতে পান কারণ তিনি আপনার সাথে আছেন। তাঁর আসায় আপনার আত্মায় শান্তি আর আরোগ্য পাওয়ার উত্তেজনা অনুভব করুন। তাঁর উপস্থিতির শান্তি কে নিজের ওপর আসতে দিন।

কৃতজ্ঞতা স্বীকারের মনোবৃত্তি
বার্তা
আমাদের জন্য সহজ এই জগত থেকে পাওয়া ব্যথা বেদনার দিকে মনোনিবেশ করা। যখন আমরা আমাদের সমস্যাগুলোর দিকে মন কে কেন্দ্রীভূত করি, আমরা ঈশ্বরের আশীর্বাদের নানান দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলি যা তিনি রোজ প্রদান করেন
বাইবেল
সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও; কারণ তোমরা যাঁরা খ্রীষ্টের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা৷
থেসালোনিকীয় ১ 5:18
প্রার্থনা
যীশু, আমাকে মনে রাখতে সাহায্য করো যে যখন আমার মন কৃতজ্ঞতা আর ভালোবাসায় পূর্ণ হয়ে ওঠে তখন অন্য কিছুর জন্য তাতে কোন জায়গা থাকে না।
প্রয়োগ
সেই ৭ টা জিনিসের বিষয়ে জোরে জোরে বলুন যার জন্য আপনি কৃতজ্ঞ:
আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমায় জীবন দিয়েছেন
আমি কৃতজ্ঞ যে আমাকে বাঁচাতে যীশু নিজের প্রাণ ত্যাগ করলেন
আমি কৃতজ্ঞ যে আমি অপরের জন্য প্রার্থনা করতে পারি
আমি কৃতজ্ঞ যে আমার জীবনের জন্য ঈশ্বরের কাছে একটি যোজনা আছে
আমি কৃতজ্ঞ যে আমি ঈশ্বরের কন্যা
আমি কৃতজ্ঞ এই নতুন দিনের জন্য
আমি কৃতজ্ঞ যে যীশু আমাকে ভালোবাসেন
বার্তা
আমাদের জন্য সহজ এই জগত থেকে পাওয়া ব্যথা বেদনার দিকে মনোনিবেশ করা। যখন আমরা আমাদের সমস্যাগুলোর দিকে মন কে কেন্দ্রীভূত করি, আমরা ঈশ্বরের আশীর্বাদের নানান দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলি যা তিনি রোজ প্রদান করেন
বাইবেল
সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও; কারণ তোমরা যাঁরা খ্রীষ্টের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা৷
থেসালোনিকীয় ১ 5:18
প্রার্থনা
যীশু, আমাকে মনে রাখতে সাহায্য করো যে যখন আমার মন কৃতজ্ঞতা আর ভালোবাসায় পূর্ণ হয়ে ওঠে তখন অন্য কিছুর জন্য তাতে কোন জায়গা থাকে না।
প্রয়োগ
সেই ৭ টা জিনিসের বিষয়ে জোরে জোরে বলুন যার জন্য আপনি কৃতজ্ঞ:
আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমায় জীবন দিয়েছেন
আমি কৃতজ্ঞ যে আমাকে বাঁচাতে যীশু নিজের প্রাণ ত্যাগ করলেন
আমি কৃতজ্ঞ যে আমি অপরের জন্য প্রার্থনা করতে পারি
আমি কৃতজ্ঞ যে আমার জীবনের জন্য ঈশ্বরের কাছে একটি যোজনা আছে
আমি কৃতজ্ঞ যে আমি ঈশ্বরের কন্যা
আমি কৃতজ্ঞ এই নতুন দিনের জন্য
আমি কৃতজ্ঞ যে যীশু আমাকে ভালোবাসেন

ঈশ্বরের পরিকল্পনায় ভরসা
বার্তা
আজকের জগতে আমাদের বলা হয় যে আমরা সব কিছু নিজের মতো করে পেতে পারি। একটা কথা প্রায়শই বিজ্ঞাপনে শোনা যায়; এই সবই আপনার বিষয়ে। এই সব ধারণা আমাদের নিয়ে যায় অহংকারপূর্ণ স্বভাব ও কাজের দিকে যার দ্বারা আমরা নিজেকে বা পারিপার্শ্বিক ব্যক্তিদের দুঃখ দিয়ে ফেলি। যীশু চান আমরা যেন আমাদের জীবনের জন্য তাঁর বানানো পরিকল্পনার উপর দৃষ্টিপাত করি যা আমাদের দেবে শান্তি, সুখ আর সন্তুষ্টি।
বাইবেল
আমি এবিষয়ে নিশ্চিত য়ে ঈশ্বর তোমাদের অন্তরে শুদ্ধকাজ শুরু করেছেন৷ সেই শুদ্ধকাজ ঈশ্বর এখনও করে চলেছেন; এবং খ্রীষ্টের আগমনের দিনে তা সম্পন্ন করবেন৷
ফিলিপ্পীয় 1:6
প্রার্থনা
যীশু, আমি জানি তুমি আমার জীবনের জন্য পরিকল্পনা করে রেখেছ। তোমার ইচ্ছায় উন্নত হোক আমার জীবন। আমাকে মনে রাখতে সাহায্য করো যে যখন যখন আমি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তখন সেসব কিছুই তোমার হাতেই থাকে, আমীন।
প্রয়োগ
জোরে জোরে বলুন :
যীশু, আমার নয়, আপনার ইচ্ছাই পূরণ হোক।
বার্তা
আজকের জগতে আমাদের বলা হয় যে আমরা সব কিছু নিজের মতো করে পেতে পারি। একটা কথা প্রায়শই বিজ্ঞাপনে শোনা যায়; এই সবই আপনার বিষয়ে। এই সব ধারণা আমাদের নিয়ে যায় অহংকারপূর্ণ স্বভাব ও কাজের দিকে যার দ্বারা আমরা নিজেকে বা পারিপার্শ্বিক ব্যক্তিদের দুঃখ দিয়ে ফেলি। যীশু চান আমরা যেন আমাদের জীবনের জন্য তাঁর বানানো পরিকল্পনার উপর দৃষ্টিপাত করি যা আমাদের দেবে শান্তি, সুখ আর সন্তুষ্টি।
বাইবেল
আমি এবিষয়ে নিশ্চিত য়ে ঈশ্বর তোমাদের অন্তরে শুদ্ধকাজ শুরু করেছেন৷ সেই শুদ্ধকাজ ঈশ্বর এখনও করে চলেছেন; এবং খ্রীষ্টের আগমনের দিনে তা সম্পন্ন করবেন৷
ফিলিপ্পীয় 1:6
প্রার্থনা
যীশু, আমি জানি তুমি আমার জীবনের জন্য পরিকল্পনা করে রেখেছ। তোমার ইচ্ছায় উন্নত হোক আমার জীবন। আমাকে মনে রাখতে সাহায্য করো যে যখন যখন আমি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তখন সেসব কিছুই তোমার হাতেই থাকে, আমীন।
প্রয়োগ
জোরে জোরে বলুন :
যীশু, আমার নয়, আপনার ইচ্ছাই পূরণ হোক।

যীশুর সাথে সময় অতিবাহিত করুন
বার্তা
যীশু আপনাকে নিঃশর্তভাবে ভালোবাসেন। তাঁর সাথে কাটাতে আজ কিছুটা সময় বেড় করুন ।
আপনি ঈশ্বরের অত্যন্ত প্রিয় কন্যা এবং তিনি আজ আপনার সহিত সময় আতিবাহিত করতে চান।
বাইবেল
শুরুতে আমাদের য়ে বিশ্বাস ছিল যদি শেষ পর্যন্ত আমরা সেই বিশ্বাসে স্থির থাকি তাহলে আমরা সকলেই খ্রীষ্টের সহভাগী৷
হিব্রুদের কাছে পত্র 3:14
প্রার্থনা
যীশু, আমায় সাহায্য করুন যেন আমি প্রতিদিন কিছু সময় বেড় করতে পারি যাতে আপনি আমার নবীকরণ করতে এবং আমাকে আপনার শান্তি ও ভালোবাসার দ্বারা পরিপূর্ণ করতে পারেন। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। আমিও আপনাকে ভালোবাসি। আমীন।
প্রয়োগ
আজ বাইবেল পড়ে কিছুটা সময় অতিবাহিত করুন
কিছু সময়ের জন্য শান্তভাবে বসুন এবং ঈশ্বরের সাথে কথা বলুন
যীশুকে বলুন যে আপনি তাঁকে ভালোবাসেন
একটি ভক্তিমূলক গান করুন
বার্তা
যীশু আপনাকে নিঃশর্তভাবে ভালোবাসেন। তাঁর সাথে কাটাতে আজ কিছুটা সময় বেড় করুন ।
আপনি ঈশ্বরের অত্যন্ত প্রিয় কন্যা এবং তিনি আজ আপনার সহিত সময় আতিবাহিত করতে চান।
বাইবেল
শুরুতে আমাদের য়ে বিশ্বাস ছিল যদি শেষ পর্যন্ত আমরা সেই বিশ্বাসে স্থির থাকি তাহলে আমরা সকলেই খ্রীষ্টের সহভাগী৷
হিব্রুদের কাছে পত্র 3:14
প্রার্থনা
যীশু, আমায় সাহায্য করুন যেন আমি প্রতিদিন কিছু সময় বেড় করতে পারি যাতে আপনি আমার নবীকরণ করতে এবং আমাকে আপনার শান্তি ও ভালোবাসার দ্বারা পরিপূর্ণ করতে পারেন। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। আমিও আপনাকে ভালোবাসি। আমীন।
প্রয়োগ
আজ বাইবেল পড়ে কিছুটা সময় অতিবাহিত করুন
কিছু সময়ের জন্য শান্তভাবে বসুন এবং ঈশ্বরের সাথে কথা বলুন
যীশুকে বলুন যে আপনি তাঁকে ভালোবাসেন
একটি ভক্তিমূলক গান করুন

ঈশ্বরের প্রেম বণ্টন করুন
বার্তা
যীশু এক অপূর্ব পালনকর্তা যে তাঁর পোষ্যদের পালন করে। ঈশ্বর আপনার জীবনে নির্দিষ্ট মানুষদের রেখেছেন যাতে আপনি তাদের সাথে যীশুর প্রেম ভাগ করতে সক্ষম হন।
বাইবেল
“কিন্তু এমনও তো হতে পারে য়ে, তোমরা চাও না এই প্রভুর সেবা করতে| তাহলে আজই তোমরা নিজেরাই ঠিক করো কাকে তোমরা সেবা করবে| ফরাত্ নদীর অন্য পারে তোমাদের পূর্বপুরুষরা য়েসব দেবতাদের পূজা করত তোমরা কি তাদের সেবা করবে, নাকি এদেশের ইমোরীয়রা য়ে সব দেবতাদের উপাসনা করত তাদের সেবা করবে? নিজেরাই সেটা ঠিক করো| কিন্তু আমি আর আমার পরিবার সম্পর্কে বলতে পারি, আমরা প্রভুরই সেবা করব|”
যোশুয়া 24:15
প্রার্থনা
যীশু, আমাকে নিয়ে চলুন আপনার সেই সন্তানের কাছে আজ যাকে, আপনি চান, আমি সাহায্য করি। আপনার মত আমাকে তাদের প্রেম করার অনুমতি দিন। আমীন।
প্রয়োগ
অপরের সেবা করুন এই ভাবে ঃ
প্রতিবেশীদের সহিত যীশুর প্রেম বণ্টন করুন
পরিবার এবং বন্ধুদের সহিত প্রার্থনা করুন
কারুর সমস্যাগুলি শোনার জন্য সময় দিন
তাকে দেখাশোনা করুন যে একাকী জীবনযাপন করছে
তার সহিত খাবার বণ্টন করুন যে ক্ষুধার্ত
একটি স্থানীয় গির্জা বা গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছাসেবক হন
একটি শ্রেণীতে বাইবেলের শিক্ষা দিন
বার্তা
যীশু এক অপূর্ব পালনকর্তা যে তাঁর পোষ্যদের পালন করে। ঈশ্বর আপনার জীবনে নির্দিষ্ট মানুষদের রেখেছেন যাতে আপনি তাদের সাথে যীশুর প্রেম ভাগ করতে সক্ষম হন।
বাইবেল
“কিন্তু এমনও তো হতে পারে য়ে, তোমরা চাও না এই প্রভুর সেবা করতে| তাহলে আজই তোমরা নিজেরাই ঠিক করো কাকে তোমরা সেবা করবে| ফরাত্ নদীর অন্য পারে তোমাদের পূর্বপুরুষরা য়েসব দেবতাদের পূজা করত তোমরা কি তাদের সেবা করবে, নাকি এদেশের ইমোরীয়রা য়ে সব দেবতাদের উপাসনা করত তাদের সেবা করবে? নিজেরাই সেটা ঠিক করো| কিন্তু আমি আর আমার পরিবার সম্পর্কে বলতে পারি, আমরা প্রভুরই সেবা করব|”
যোশুয়া 24:15
প্রার্থনা
যীশু, আমাকে নিয়ে চলুন আপনার সেই সন্তানের কাছে আজ যাকে, আপনি চান, আমি সাহায্য করি। আপনার মত আমাকে তাদের প্রেম করার অনুমতি দিন। আমীন।
প্রয়োগ
অপরের সেবা করুন এই ভাবে ঃ
প্রতিবেশীদের সহিত যীশুর প্রেম বণ্টন করুন
পরিবার এবং বন্ধুদের সহিত প্রার্থনা করুন
কারুর সমস্যাগুলি শোনার জন্য সময় দিন
তাকে দেখাশোনা করুন যে একাকী জীবনযাপন করছে
তার সহিত খাবার বণ্টন করুন যে ক্ষুধার্ত
একটি স্থানীয় গির্জা বা গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছাসেবক হন
একটি শ্রেণীতে বাইবেলের শিক্ষা দিন

আমি আস্থার এক নারী
বার্তা
আমি আস্থার এক নারী
আমি স্বীকৃত
আমি ক্ষমা প্রাপ্ত
আমি নিরাপদ
আমি মনোনীত
আমি গুরুত্বপূর্ণ
আমি দৃঢ়
আমি মুক্ত
আমি সম্পূর্ণ
আমি সুন্দর
আমি যীশুর পরিবারের এক অংশ
আমি ঈশ্বরের অত্যন্ত প্রিয় এক কন্যা
বাইবেল
সে বিশাল জ্ঞান নিয়ে কথা বলে এবং মানুষকে স্নেহময ও দযালু হতে শেখায়|
প্রবচন 31:26
প্রার্থনা
আমাকে আপনার অতি প্রিয় এক কন্যা বানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আস্থাশীল এক নারী।
প্রয়োগ
আপনার পরিচিত সকল নারীর সহিত এই বার্তাটি বণ্টন করুন।
বার্তা
আমি আস্থার এক নারী
আমি স্বীকৃত
আমি ক্ষমা প্রাপ্ত
আমি নিরাপদ
আমি মনোনীত
আমি গুরুত্বপূর্ণ
আমি দৃঢ়
আমি মুক্ত
আমি সম্পূর্ণ
আমি সুন্দর
আমি যীশুর পরিবারের এক অংশ
আমি ঈশ্বরের অত্যন্ত প্রিয় এক কন্যা
বাইবেল
সে বিশাল জ্ঞান নিয়ে কথা বলে এবং মানুষকে স্নেহময ও দযালু হতে শেখায়|
প্রবচন 31:26
প্রার্থনা
আমাকে আপনার অতি প্রিয় এক কন্যা বানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আস্থাশীল এক নারী।
প্রয়োগ
আপনার পরিচিত সকল নারীর সহিত এই বার্তাটি বণ্টন করুন।